kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

নিজ বাসায় মিলল কাস্টমস কর্মকর্তার মরদেহ

মাগুরা প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৯ ০১:০১ | পড়া যাবে ১ মিনিটেনিজ বাসায় মিলল কাস্টমস কর্মকর্তার মরদেহ

মাগুরা শহরের জেলা পাড়ায় নিজ বাসা থেকে গতকাল শুক্রবার সকালে দাদ ইলাহী দুদু (৭৫) নামের এক অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মাগুরা সদর থানার এস আই রিপন কুমার জানান, অবিবাহিত এবং অবসরপ্রাপ্ত কাস্টমস সুপার দাদ ইলাহী দুদু জেলা পাড়ার ওই বাসায় একা বসবাস করতেন। সকালে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘরের দরজা ভেঙ্গে তার গলিত মরদেহ উদ্ধার করে। দু’একদিন আগে মৃত্যু হওয়ায় লাশে পচন ধরে যাওয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মাগুরা ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ধরণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়না তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা