kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

বরিশালে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল অফিস   

২১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৪২ | পড়া যাবে ১ মিনিটেবরিশালে আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৯টায় পারভীন বেগম (৩৫) নামে ওই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার তেতলা গ্রামে। তার স্বামীর নাম মো. ফায়জুল হক। এ নিয়ে এই হাসপাতালে মোট ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা