kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

টাঙ্গাইলে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:০৬ | পড়া যাবে ১ মিনিটেটাঙ্গাইলে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

টাঙ্গাইলের মধুপুরে দ্রুতগামী ট্রাকের চাপায় ভ্যানচালক আব্দুল হামিদ মিয়া (৩৫) নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার চাড়ালজানীর মদিনা ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মধুপুর থেকে ময়মনসিংহের দিকে ভ্যানটি যাচ্ছিল। তখন পেছন থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক হামিদ মারা যান।

নিহত হামিদ মধুপুর উপজেলার আকাশী গ্রামের আব্দুস সামাদের ছেলে।

ফায়ার সার্ভিসের একটি দল হামিদের মরদেহ উদ্ধার করে থানায় পৌঁছে দেয়।

মন্তব্যসাতদিনের সেরা