kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

চারঘাটের বড়াল নদীতে ভাসছিল চার লাশ

   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০৮ | পড়া যাবে ১ মিনিটেচারঘাটের বড়াল নদীতে ভাসছিল চার লাশ

রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মার শাখা নদী বড়াল থেকে চার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে চারঘাট স্লুইসগেটে এসব লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে লাশগুলো উদ্ধার করেন।

লাশগুলোর একটি নারীর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখান থেকে তারা লাশগুলো উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি জানান, স্রোতের কারণে একটি লাশ স্লুইসগেটের ভেতর ঢুকে যায়। বাকি তিনটি লাশ কচুরিপানার সঙ্গে আটকে ছিল। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে চেষ্টা চলছে পরিচয় জানার। 

মন্তব্যসাতদিনের সেরা