kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ১০:১৭ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় সানজিদা বেগম (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরো দুইজন আহত হয়েছেন। দুর্ঘটনায় সানজিদার স্বামী জাকির হোসেন (৪৬) ও তার এক বছরের শিশু সুহাইব গুরুতর আহত হন।

বৃহস্পতিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মেরিন ড্রাইভের টেকনাফের বাহারছড়ার বড়ডেইল এলাকায় সিএনজি অটো রিকশার সঙ্গে স্থানীয় একটি বাহনের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সানজিদা টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার বাসিন্দা জাগির হোসেনের স্ত্রী।

তারা কক্সবাজার থেকে সিএনজি অটোরিকসায় করে টেকনাফ ফিরছিলেন। এসময় মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল নামক এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি অটো রিকসার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ছারপোকা গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানজিদা বেগমকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা