kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

ডেঙ্গুতে খুলনায় মারা গেলেন গৃহবধূ

কালের কণ্ঠ অনলাইন   

২০ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৩৩ | পড়া যাবে ১ মিনিটে



ডেঙ্গুতে খুলনায় মারা গেলেন গৃহবধূ

ডেঙ্গুতে খুলনায় আরো এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল  বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোজিনা বেগম (৩৫) নামের ওই গৃহবধূ।

রোজিনা যশোরের ঝিকরগাছা উপজেলা সদরের খায়রুল ইসলামের স্ত্রী।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত বৃহস্পতিবার ভোর ৪টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন রোজিনা। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যান তিনি।

এ নিয়ে খুলনায় শিশুসহ ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১৪ জন রোগীর মৃত্যু হয়েছে। 

মন্তব্য



সাতদিনের সেরা