kalerkantho

মঙ্গলবার । ২৭ শ্রাবণ ১৪২৭। ১১ আগস্ট ২০২০ । ২০ জিলহজ ১৪৪১

রায়পুরায় দুদকের গণশুনানি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি   

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ২১:২৪ | পড়া যাবে ১ মিনিটেরায়পুরায় দুদকের গণশুনানি

নরসিংদীর রায়পুরায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির চিত্র নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন দুর্নীতি দমন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম।

এ সময় তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। অনুষ্ঠিত গণশুনানিতে ৮৬টি অভিযোগ উঠে আসে। এর মধ্যে থেকে বেশ কয়েকটি অভিযোগ আমলে নিয়ে দুদক কমিশনার তা দ্রুত সমাধানের জন্য উক্ত প্রতিষ্ঠান সমূহের অফিস প্রধানকে নির্দেশ প্রদান করেন।

নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাইনাইনের সভাপতিত্বে গণশুনানিতে আরো উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদকের) পরিচালক আক্তার হোসেন, নরসিংদীর ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মোল্লা, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, রায়পুরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

মন্তব্যসাতদিনের সেরা