kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

কারাম উৎসবে মেতেছে ওরাঁও সম্প্রদায়

ঠাকুরগাঁও প্রতিনিধি    

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৪ | পড়া যাবে ১ মিনিটেকারাম উৎসবে মেতেছে ওরাঁও সম্প্রদায়

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ওরাঁও সম্প্রদায়ের দুই দিনব্যাপী কারাম উৎসব শুরু হয়েছে।

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলা সালন্দর পাঁচপীরডাঙ্গায় এই উৎসব উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো। উৎসবে ওরাঁও সম্প্রদায়ের শত শত নারী পুরুষ ঢাক-ঢোল ও মাদোলের তালে নেচে-গেয়ে সারারাত উৎসবকে প্রাণবন্ত করে তোলে। 

কারাম পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ কেরকেটার সভাপতিত্বে উৎসবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাড.ইমরান হাসেন চৌধুরী, ছাত্র পরিষদ সভাপতি বিশু রাম মর্মুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ওরাঁও সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির বিভিন্ন অয়োজন  ও পূজা-আরাধনা শেষে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারাম বৃক্ষের ডাল নদীতে বিসর্জনের মধ্য দিয়ে দিয়ে শেষ হবে এই উৎসব।

সদর উপজেলার সালন্দর পাঁচপীরডাঙ্গা, গোবিন্দনগর, জগন্নাথপুর, চন্ডিপুর এলাকার সমতলের ওরাঁও সম্প্রাদায়ের আদিবাসী জনগোষ্ঠী প্রতিবছর এইদিনে বৃক্ষ পূজা উপলক্ষে কারাম উৎসবের আয়োজন করে।   

মন্তব্যসাতদিনের সেরা