kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১       

ইয়াবা ট্যাবলেট উদ্ধার

গফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ী আটক

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ২২:১৭ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আজ বুধবার বিকালে তাদের ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে পাগলা থানার এসআই আব্বাস আলী সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে উপজেলার পাগলা বাজারে মাদক বিক্রির সময় অভিযান চালিয়ে ছাপিলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে শামীম মিয়া (২৮) ও নয়ন মিয়া ওরফে আলমগীর (২৫)কে আটক করে থানায় নিয়ে আসেন।

এ সময় অজ্ঞাত মাদকসেবীরা পালিয়ে যায়। পরে তাদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফায়েজুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আজ বুধবার আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা