kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:১৬ | পড়া যাবে ২ মিনিটেপুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে তাসিম (৪) ও জান্নাতুল ফেরদৌসী (১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবার সদস্যদের অজান্তে দুই শিশু বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। বুধবার দুপুরে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া ও বকশিপাড়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,শিশু তাসিম চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামের ছেলে। আর এক বছর বয়সী জান্নাতুল ফেরদৌসী একই ইনিয়নের বকশিপাড়া এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে। দুপুরে শিশু তাসিমকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। প্রায় দুই ঘন্টা তারা বাড়ির আশপাশে খবর নেন। এক পর্যায়ে বাড়ির সামনে একটি পুকুরে তাসিমের প্যান্ট ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেই পুকুরে নেমে এলাকাবাসী খুঁজে পান তাসিমের লাশ। শিশুটি সবার অজান্তে একা একা গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় বলে ধারণা স্বজনদের

বকশিপাড়া এলাকায় মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল এক বছর বয়সী জান্নাতুল ফেরদৌসী। নতুন হাটতে শেখা শিশুটি কখন বাড়ির সামনে পুকুরে ডুবে যায় তা টের পাননি কেউ। দুপুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে পাওয়া যায় শিশুটির লাশ।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন পানিতে ডুবে পৃথক ঘটনায় দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা