kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

বকশীগঞ্জে বজ্রপাতে ভিডিপি সদস্যের মৃত্যু

জামালপুর প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৫৮ | পড়া যাবে ১ মিনিটেবকশীগঞ্জে বজ্রপাতে ভিডিপি সদস্যের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দশানী নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নায়েব আলী (৪০) নামের একজন আনছার-ভিডিপি সদস্যের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। নিহত নায়েব আলী উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামের হজরত আলীর ছেলে। 

নায়েব আলীর ছোটভাই অবর আলী কালের কণ্ঠকে জানান, তার ভাই নায়েব আলী আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে দশানী নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। এ সময় আকস্মিক তার ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আরো দুজন সামান্য আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।   

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, আজ মঙ্গলবার সকালের বজ্রপাতের ঘটনায় আনসার-ভিডিসি সদস্য নায়েব আলী মারা গেছেন। তখন আরও দুজন স্থানীয় লোক সামান্য আহত হয়েছেন।   

মন্তব্যসাতদিনের সেরা