kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

পুকুরে স্ত্রীর লাশ, গাছে ঝুলছে স্বামীর

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:০৫ | পড়া যাবে ১ মিনিটেপুকুরে স্ত্রীর লাশ, গাছে ঝুলছে স্বামীর

ফুলবাড়িয়া ভবানীপুর বন্যাবাড়ি গ্রামের একটি পুকুরে স্ত্রীর লাশ পাওয়া গেছে। স্ত্রীর লাশ থেকে কিছু দূরে স্বামীর লাশ একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। 

নিহতরা হলেন বন্যাবাড়ি গ্রামের নায়েব আলীর পুত্র ইমান আলী (৪৫) ও তাঁর স্ত্রী আকলিমা খাতুন (৩৯)। আজ সকালে তাদের বাড়ির দক্ষিণ ও পশ্চিম পাশে লাশ দেখতে পায় এলাকার লোকজন। দুপুরে পুলিশ ঘটনাস্থলে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। তবে এটি হত্যা না আত্মহত্যা এখনো কিছু বলতে পারছে না পুলিশ।

নিহত স্বামী-স্ত্রীর তিনটি পুত্রসন্তান রয়েছে। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহে কারণে স্বামী-স্ত্রীকে হত্যা করে পরে স্বামী আত্মহত্যা করতে পারে। ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার স্বামী-স্ত্রীর লাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা