kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

কাগজ দেখতে চাওয়ায় পুলিশ সার্জেন্টের পায়ে মোটরসাইকেল তুলে দিলেন তিনি

খুলনা অফিস    

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩৮ | পড়া যাবে ১ মিনিটেকাগজ দেখতে চাওয়ায় পুলিশ সার্জেন্টের পায়ে মোটরসাইকেল তুলে দিলেন তিনি

মোটরসাইকেল থামিয়ে কাগজ দেখতে চাওয়ার সময় পালাতে গিয়ে পুলিশ সার্জেন্টের পায়ে মোটরসাইকেল উঠিয়ে দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) এক কর্মচারী। গতকাল সোমবার সকালে নগর ভবনের অদূরে খুলনা জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আহত সার্জেন্ট রজব আলীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পায়ে মোটরসাইকেল উঠিয়ে দেওয়ার অভিযোগে কেসিসির সম্পত্তি শাখার কর্মচারী ইসমাইল হোসেনকে আটক করা হয়েছে। ইসমাইল খুলনার টুটপাড়া এলাকার মো. শাহাজানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সার্জেন্টের বক্তব্যের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল জেলা পরিষদের সামনে  সার্জেন্ট রজব আলী ডিউটিতে ছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে কেসিসি কর্মচারী ইসমাইল মোটরসাইকেল চালিয়ে সিটি করপোরেশনের ভবনের দিকে যাচ্ছিলেন। এ সময়ে সার্জেন্ট তাঁকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু ইসমাইল কাগজপত্র না দেখিয়ে দ্রুত চলে যেতে চেষ্টা করেন। এ সময় সার্জেন্ট তাঁর মোটরসাইকেলের পেছনে ধরে থামানোর চেষ্টা করলে তা সার্জেন্টের বাঁ পায়ের ওপর উঠে যায়।

মন্তব্যসাতদিনের সেরা