kalerkantho

বুধবার । ১৬ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৬ সফর ১৪৪১       

স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৫৩ | পড়া যাবে ১ মিনিটেস্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল

ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এক ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহ শহরের কেওয়াটখালী রেলক্রসিংয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেসের লাইনচ্যুত বগি মেরামত হলে বেলা ১২টার দিকে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

এর আগে আজ মঙ্গলবার (১৭ ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ রেললাইনের পরীক্ষক প্রকৌশলী আজিজুল হক জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী 'তিস্তা এক্সপ্রেস' ট্রেনটি শহর থেকে তিন কিলোমিটার দূরে কেওয়াটখালী এলাকায় পৌঁছয়। এ সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়লে বন্ধ হয়ে যায়  ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল।

আজিজুল হক বলেন, খবর পেয়ে ময়মনসিংহ থেকে উদ্ধরকারী দল ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শুরু করে। বেলা ১১টা ৫৫ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়। এর কিছুক্ষণ পরই স্বাভাবিক হয় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। 

 

মন্তব্যসাতদিনের সেরা