kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

সংসারে জায়গা হলো না মোকছেদ আলীর

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:২০ | পড়া যাবে ২ মিনিটেসংসারে জায়গা হলো না মোকছেদ আলীর

আশি বছরের মোকছেদ আলী। বয়সের ছাপের সাথে অপুষ্টি আর অবহেলার কারণে শরীরটা নুয়ে পড়েছে। বসে থাকলে মাথা তুলে কথা বলতেই তার কষ্ট। যে সংসারের জন্যে এক সময় তিনি খেটেছেন নিরন্তর সেই সংসারে এই বৃদ্ধ বয়সে তার ঠাঁই হয়নি।

সিরাজগঞ্জের কাজিপুরের সোনামুখী গ্রামের মোকছেদ আলীর সংসারের স্ত্রী, তিন পুত্র ও দুই মেয়ে রয়েছে। এক ছেলে দোলন মাটির ব্যবসা করেন। একজন ঢাকায় চাকরি করেন। অন্যরা বাড়িতেই থাকেন। এই সংসারে অন্তত দুমুঠো ভাতের অভাব হবার কথা নয় মোকছেদ আলীর। কিন্তু তার ঠাঁই হয়েছে সিএনজি স্টেশনের এক ঘরের বারান্দায়।

সোমবার দুপুরে তাকে সংসারের কথা জিজ্ঞেস করতেই তার দুচোখ বেয়ে জল পড়তে তাকে। স্পষ্ট করে কথাও বলার শক্তি হারিয়েছেন মোকছেদ। ইশারায় আর কিছু কথায় তিনি বোঝালেন, বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। অসুখে জোটে না ওষুধ। অনেক আগে থেকেই তার সাথে পরিবারের সবাই এমন আচরণ করে।

এ সময় ওই গ্রামের শাহ আলম জানান, কয়েকদিন আগেই তাকে ধরে বাড়িতে রাখতে গিয়েছিল কয়েকজন সিএনজি ড্রাইভার। তাদের সাথে মোকছেদের স্ত্রী খারাপ আচরণ করেছেন। এ সময় তিনি গ্রহণ করতে চাননি মোকছেদ আলীকে। অবশেষে গত চারদিন যাবৎ মোকছেদ আলীর আবারো ঠাঁই হয়েছে সিএনজি স্টেশনে।

ওই স্ট্যান্ডের চেইন মাস্টার এন্তাজ আলী জানান, ওই পরিবারের সবাই অন্যরকম লোক। যে কথা বলতে যায় তাকেই নানাভাবে মামলায় জড়িয়ে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, মোকছেদের স্ত্রী কমপক্ষে কয়েক ডজন করে মামলা প্রতিবেশি ও গ্রামবাসীদের নামে করেছেন।

এদিকে মোকছেদের ঠাঁই নেওয়া ঘরের মালিক শাহা আলম জানান, এভাবে কখন যে তিনি মারা যাবেন তখন আমি ঝামেলায় পড়ে যাবো। তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

মন্তব্যসাতদিনের সেরা