kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

বাঘারপাড়ায় বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি   

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:০২ | পড়া যাবে ১ মিনিটেবাঘারপাড়ায় বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পর্শে তানজিরা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তানজিরা উপজেলার খলশী গ্রামের বদিয়ার সরদারের স্ত্রী।

নিহতের দেবর সোহান সরদার জানান, হস্তচালিত টিউবওয়েলের সাথে মটরের সংযোগ দেওয়া ছিল। পানি তোলার জন্য মটরের সুইচ দিয়ে টিউবওয়েল স্পর্শ করলে তিনি বিদ্যুৎতায়িত হন। এ সময় পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজনিন নিলা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাঘারপাড়া থানার এসআই জুম্মান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা