kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১            

মোরেলগঞ্জে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি   

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৩৮ | পড়া যাবে ১ মিনিটেমোরেলগঞ্জে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৫টায় পানগুছি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় মোরেলগঞ্জ ও শরণখোলার ৬ জন ডিলার ও ৭০ জন রাজমিস্ত্রি অংশগ্রহনণ করেন। 

রাজসভায় সভাপতিত্ব করেন মো. মহিউদ্দিন হাওলাদার বাদল। প্রধান অতিথি ছিলেন মেঘনা সিমেন্ট মিলস্ খুলনা বিভাগের সেলস ম্যানেজার মো. নুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলন খুলনা এরিয়া সেলস্ ম্যানেজার আ. মালেক দেওয়ান, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার কাওসার হোসেন, ডিলার সাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম সুমন ও আব্দুস সাত্তার।

রাজসভায় সকল রাজমিস্ত্রিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ ছাড়াও কিং ব্র্যান্ড সিমেন্টের গুণগত মান সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, চীনমৈত্রী সেতু, খুলনার বৃহত্তম রূপসা সেতু বসুন্ধরা সিমেন্টে নির্মাণ হয়েছে। নির্মাণাধীন রয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, পিরোজপুরের বেকুটিয়া সেতুসহ অসংখ্য স্থাপনা।

সভা পরিচালনা করেন কিং ব্র্যান্ড সিমেন্টের মোরেলগঞ্জ টেরিটরি সেলস্ এক্সিকিউটিভ মো. নিয়াজ মোর্শেদ।

মন্তব্যসাতদিনের সেরা