kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

বাগাতিপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি   

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:২৪ | পড়া যাবে ১ মিনিটেবাগাতিপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়ক যন্ত্র হিসেবে হুইল চেয়ার, কেসার, শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রায় ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়কযন্ত্র হিসেবে এসব বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। 

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মমরেজ আলীসহ বিভিন্ন পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

মন্তব্যসাতদিনের সেরা