kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

ভাণ্ডারিয়ায় ইজিবাইকচাপায় স্কুলছাত্র নিহত

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর   

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২২ | পড়া যাবে ১ মিনিটেভাণ্ডারিয়ায় ইজিবাইকচাপায় স্কুলছাত্র নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় রেশাদ ইসলাম (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার সকালে ভাণ্ডারিয়া-বরিশাল সড়কের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর 
ইজিবাইকচালক পালিয়ে যায়। পুলিশ ইজিবাইকটি আটক করেছে।

নিহত রেশাদ পৗর শহরের ২ নম্র ওয়ার্ডের বাসিন্দা ভ্যানচালক রফিকুল ইসলাম ফরাজীর ছেলে। সে ৭০ নম্বর জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা ছিদ্দিকা জানান, রেশাদ বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লেখাপড়া করত। সে মেধাবী ছাত্র ছিল। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হতো। আজ সোমবার সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুলে আসছিল। পথে শহরের কলেজ মোড় এলাকায় যাত্রীবাহী একটি ইজিবাইক চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহত রেশাদের পরিবারে শোকের মাতম চলছে। এমন দুর্ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও শোকাহত।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা