kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

হবিগঞ্জে ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি    

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১১:১৯ | পড়া যাবে ২ মিনিটেহবিগঞ্জে ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ শুরু

হবিগঞ্জে জেলা পর্যায়ের অফিসসহ সকল উপজেলা ও সকল ইউনিয়নের ওয়েব পোর্টাল বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 

আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামসুজ্জামান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামসুজ্জামান জানান, দুই দিনের এই প্রশিক্ষণে জেলার ৩৩জন ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এবং ১৫টি সরকারী অফিসের কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এখানে প্রশিক্ষণ হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামসুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা লিসা, সহকারী প্রোগ্রামার আহাদুজ্জামান। আগাশীকাল মঙ্গলবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

তিনি আরো জানান, কর্মশালায় ওয়েব পোর্টাল কিভাবে আপডেট করতে হয় এবং এটি পরিচালনার বিষয়ে হাতে কলমে শিক্ষা প্রদান করা হবে। জেলার অনেক প্রতিষ্ঠানে তাদের ওয়েব পোর্টাল নিয়মিত আপডেট করা হয় না। প্রশিক্ষণের পর এই অবস্থার উন্নতি হবে বলে আশা করা যায়।

মন্তব্যসাতদিনের সেরা