kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি   

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০৩ | পড়া যাবে ১ মিনিটেশায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তগঞ্জ উপজেলার সুতাং ব্রিজের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে আজ্ঞাত নারী (৪৫) নিহত হয়েছে। আজ রবিবার বিকেলে ঢাকা সিলেট রেলপথে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছে। তাৎক্ষণিক নারীর পরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা