kalerkantho

সোমবার । ১৪ অক্টোবর ২০১৯। ২৯ আশ্বিন ১৪২৬। ১৪ সফর ১৪৪১       

কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি    

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৪ | পড়া যাবে ১ মিনিটেকলমাকান্দায় ডোবার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে ডুবে হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রবিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চারিকুমপাড়া গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। হাবিবা ওই এলাকার আব্দুল করিমের মেয়ে। 

হাবিবার পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, রবিবার দুপুরে হাবিবা বাড়ির সামনে খেলাধুলা করছিল। কিছু সময় পর হাবিবাকে খেলাধুলা করতে না দেখে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। খুঁজাখুঁজির এক পর্যায় বাড়ির সামনে ডোবার পানিতে হাবিবাকে ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মন্তব্যসাতদিনের সেরা