kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১         

বাহুবলে বাসচাপায় চা বাগানের চিকিৎসকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি   

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:৩৬ | পড়া যাবে ১ মিনিটেবাহুবলে বাসচাপায় চা বাগানের চিকিৎসকের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজার নামক স্থানে বাসচাপায় জোয়েস নামে এক মোটরসাইকেল আরোহী চা বাগান চিকিৎসক নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার দাঁড়াগাও চা বাগানের ডাক্তার জোয়েস সিনহা (৫৫) মোটরসাইকেলে চেপে মিরপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। উপজেলার মিরপুর টু শ্রীমঙ্গল রোডের নতুন বাজার নামক স্থানে আসা মাত্রই অজ্ঞাতনামা একটি বিরতিহীন বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে জোয়েস সিনহা মারাত্মকভাবে আহত হন। এ সময় সিএনজি চালকরা জোয়েস সিনহাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোয়েস সিনহাকে মৃত ঘোষণা করেন।

জোয়েস সিনহা বাহুবল উপজেলার দাড়াগাও গ্রামের মৃত রুবেন সিনহার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত দাঁড়াগাও চা বাগানের ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনার খবর পেয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন হাইওয়ে থানার এস আই মাসুক আলী ও বাহুবল মডেল থানার এস আই মোস্তাফিজুর রহমান।

হাইওয়ে থানার এস আই মাসুক আলী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মন্তব্যসাতদিনের সেরা