kalerkantho

বুধবার । ২৩ অক্টোবর ২০১৯। ৭ কাতির্ক ১৪২৬। ২৩ সফর ১৪৪১                 

সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি   

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৪০ | পড়া যাবে ১ মিনিটে



সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মাদারীপুরের রাজৈরে সাপের কামড়ে মশিউর শিকদার (৪২) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঘোষালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মশিউর একই এলাকার মৃত মালেক শিকদারের ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকালে মশিউর একই উপজেলার বৈলগ্রামে তরিকুল সাপুড়ের বাড়িতে যায়। সেখানে সাপের দাঁত ভাঙার সময় অসাবধানতাবশত একটি সাপ মশিউরের বাম হাতে কামড় দেয়। কামড়ানোর পর মশিউর বৈলগ্রাম থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ঘোষালকান্দি আসে। পরে চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় মশিউরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয় চিকিৎসকরা। সেখানে নেওয়ার পথে মশিউরের মৃত্যু ঘটে।

মন্তব্য



সাতদিনের সেরা