kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

মুক্তিযুদ্ধের গল্প শুনল খুদেরা

হবিগঞ্জ প্রতিনিধি   

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৪৭ | পড়া যাবে ১ মিনিটেমুক্তিযুদ্ধের গল্প শুনল খুদেরা

মুক্তিযোদ্ধার বাসায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের গল্প শুনেছে হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকায় মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহম্মদ এর বাসভবনে গিয়ে তারা এই গল্প শোনে।

হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার জানান, বঙ্গবন্ধুকে জানি এবং মুক্তিযুদ্ধকে জানি কার্যক্রম এর অংশ হিসেবে আমার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রীদের তিনটি গ্রুপ তার বাসায় যায়। প্রতিটি গ্রুপে আছে ১২ জন সদস্য। দুই ঘণ্টায় তারা অনেক বিষয় জানতে পারে। এভাবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এবং বঙ্গবন্ধুকে জানেন এমন লোকজনের কাছে যাবে শিক্ষার্থীরা। পরে ধারাবাহিক মূল্যায়ন এর মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করা হবে। ৩০ সেপ্টেম্বরের মাঝে এই কাজ শেষ করতে হবে। এর পর সিডি আকারে তা শিক্ষা অফিসে জমা দিতে হবে। এভাবে প্রথমে উপজেলা, পরে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। তিনি আশাবাদী তার স্কুল ভালো ফলাফল অর্জন করবে।

 

মন্তব্যসাতদিনের সেরা