kalerkantho

সোমবার । ২২ আষাঢ় ১৪২৭। ৬ জুলাই ২০২০। ১৪ জিলকদ  ১৪৪১

পবিপ্রবিতে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জন

পবিপ্রবি প্রতিনিধি   

১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:১২ | পড়া যাবে ১ মিনিটেপবিপ্রবিতে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের ক্লাস-পরীক্ষা বর্জন

আইন ডিগ্রির দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের সামনে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের দাবি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো তারাও আইন সম্পর্কে লেখাপড়া করে অথচ আইনের ডিগ্রি দেওয়া হয় না। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে বলে জানানো হয়। আন্দোলনের অংশ হিসেবে ওই অনুষদের শিক্ষার্থীরা সব ধরণের ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন। 

এর আগে ৯ সেপ্টেম্বর তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং মানববন্ধন কর্মসূচি পালন এবং ১১ সেপ্টেম্বর অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।

এ ব্যাপারে ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মো. রেদওয়ান ইসলাম অমি বলেন, আমাদের একটাই দাবি আমরা বিএসসি এর পরিবর্তে আইন ডিগ্রি চাই। যদি আমাদের দাবি না মেনে না নেওয়া হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। 

মন্তব্যসাতদিনের সেরা