kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

মাদারীপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে অস্ত্র

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৯ ১১:০২ | পড়া যাবে ১ মিনিটে



মাদারীপুরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশে অস্ত্র

মাদারীপুরে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাগর ফকির (২২) নামে সে ব্যক্তি ছিনতাই চক্রের সদস্য ছিলেন এবং তার নামে থানায় ১৬টি মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহের পাশ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মহিষেরচর এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় পাশ থেকে একটি অস্ত্রও উদ্ধার করে পুলিশ।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম মোল্যা মৃতদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কোন্দলে খুন হয়েছেন সাগর।

সাগর একই উপজেলার দরগা শরীফ এলাকার কালাম ফকিরের ছেলে বলে জানা গেছে।

মন্তব্য



সাতদিনের সেরা