kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

তারাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

১২ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:১৩ | পড়া যাবে ১ মিনিটেতারাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ছবি প্রতীকী

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় হাছেন আলী (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার বিকালে তারাকান্দার কাকনী মহাসড়কের রাস্তা পার হতে গিয়ে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা অবস্থায় সন্ধ্যা ৭টায় মারা যান তিনি।

জানা যায়, কাকনী বাসস্ট্যান্ড জামে মসজিদে নামাজ আদায় করে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাছেন আলীর বাড়ি উপজেলার পঙ্গুয়াই গ্রামে।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা