kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু, বাকি দুজন হাসপাতালে

বাগেরহাট প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৩ | পড়া যাবে ১ মিনিটেসড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যু, বাকি দুজন হাসপাতালে

বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই ছাত্র গুরুতর আহত হয়।

আজ বুধবার দুপুর ১টার দিকে মোল্লাহাট উপজেলা সদরের চৌরঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই স্কুলছাত্রের একজনকে খুলনা মেডিক্যাল কলেজ এবং অপরজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মোহাম্মদ আলী সরদার বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর দৌড়কান্দি গ্রামের জাকির সরদারের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল। আহত অবস্থায় অপর দুই ছাত্র জোবায়ের এবং বাপ্পিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানার তদন্ত বিভাগের ইন্সপেক্টর জগন্নাথ চন্দ্র জানান, ওই তিন সহপাঠী মোটরসাইকেলে করে চৌরঙ্গী এলাকার দিকে আসছিল। এ সময় দ্রুতগতির একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে তিনজন গুরুতর আহত হয়। তাদের প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। অপর দুজন হাসপাতালে ভর্তি আছে। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে গেছে বলে তিনি জানান। 

মন্তব্যসাতদিনের সেরা