kalerkantho

বোনের বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:২১ | পড়া যাবে ১ মিনিটেবোনের বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

দিনাজপুরে বোচাগঞ্জে সেতাবগঞ্জ পৌর ধনতলা গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত মোসা. নুসরাত (১২) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নিত্রবাটি গ্রামের আব্দুর রশিদের মেয়ে। 

জানা যায়, নুসরাত বোনের বাড়ি বেড়াতে যায়। বুধবার দুপুরে খেলা করার সময় পুকুর পড়ে যায়। সাঁতার জানা না থাকায় সে পানিতে ডুবে যায়। এ সময় এলাকাবাসী মেয়েটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেতাবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা