kalerkantho

শনিবার । ৪ আশ্বিন ১৪২৭। ১৯ সেপ্টেম্বর ২০২০। ১ সফর ১৪৪২

ট্রাক উল্টে অটোরিকশার ওপর, নিহত অধ্যক্ষসহ ২

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৫৬ | পড়া যাবে ২ মিনিটেট্রাক উল্টে অটোরিকশার ওপর, নিহত অধ্যক্ষসহ ২

বগুড়ার শাজাহানপুরে নিয়ন্ত্রণহীন ট্রাক উল্টে চাপা দিয়েছে সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রীকে। এর মধ্যে মাদ্রাসার অধ্যক্ষসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার গোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‍্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন বগুড়ার কাহালু উপজেলার মহিষমারা গ্রামের মৃত মনসের আলী শেখের ছেলে ধানচাল ব্যবসায়ী নুরুল ইসলাম শেখ (৪৫) ও নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের মাওলানা আবদুল খালেকের ছেলে কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাফাজ্জল হোসেন বুলবুল (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া ছেড়ে আসা নন্দীগ্রামের বিজরুলগামী একটি অটোরিকশা মঙ্গলবার রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকায় যাত্রী নিতে দাঁড়ায়। অটোরিকশায় চালকসহ পাঁচজন ছিলেন। এ সময় রাজশাহী ছেড়ে আসা বগুড়াগামী একটি চিনি বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সামনের স্প্রিং ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে অটোরিকশার ওপর পড়ে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুই যাত্রী নুরুল ও বুলবুল মারা যান। আর দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। 

আহত সিএনজি চালকসহ তিনজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

 

মন্তব্যসাতদিনের সেরা