kalerkantho

নাফ নদীতে গোসল করতে গিয়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   

১১ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৩৯ | পড়া যাবে ১ মিনিটেনাফ নদীতে গোসল করতে গিয়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে গোসল করতে গিয়ে ইরফান আলী (১১) নামে এক রোহিঙ্গা শিশুর সলিল সমাধি হয়েছে। সে মোচনী নয়াপাড়া ২৬ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের আমান উল্লাহর ছেলে।

মঙ্গলবার বিকাল পৌনে ছয়টার দিকে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, ইরফান বন্ধুদের সাথে বিকালে ক্যাম্পের বাইরে লবণ মাঠ সংলগ্ন খোলা জায়গায় ফুটবল খেলতে যায়। খেলা শেষে সে অদূরে নাফনদে গোসল করতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়। ঘণ্টাখানেক পর তার মৃতদেহ উদ্ধার করে স্বজনরা।

মৃতদেহটি পরে উদ্ধার করে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

মন্তব্যসাতদিনের সেরা