kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

গফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীসহ চার আসামি গ্রেপ্তার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০৫ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীসহ চার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ীসহ পৃথক মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার রাতে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলাসী গ্রামের মৃত রহিম মিয়ার ছেলে হালিম মিয়া ও আলা উদ্দিনের ছেলে উজ্জল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। অন্যদিকে একই রাতে পুলিশ পরিদর্শক(তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে বিদ্যুৎ বিল অনাদায় মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বাগবেড় গ্রামের আমান উল্লাহর ছেলে হেমায়েত উল্লাহ ও জন্মেজয় গ্রামের সিরু মিয়ার ছেলে মাসাদুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকূল সরকার বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীকে মাদক মামলা দিয়ে ও অন্য দুইজনকে গ্রেপ্তারি পরোয়ানামূলে আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা