kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

হাতীবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি   

৯ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৪ | পড়া যাবে ১ মিনিটেহাতীবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

লালমনিরহাটের হাতীবান্ধায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার  সকালে উপজেলার বড়খাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন হোসেন হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের বেজ গ্রামের আব্দুর রউফের ছেলে। সে ট্রাকের চালক।

স্থানীয়রা জানান, পাটগ্রাম থেকে লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বুড়িমারীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক মামুনের মৃত্যু হয়। আর আহত হয় প্রায় ২৫ জন বাস যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন বলেন, এ ঘটনায় ট্রাকের চালক মামুন মারা গেছে। লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়ক সচল রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা