kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

ঝালকাঠি জেলা প্রশাসনের প্রচারণা

সব সেবা এখন '৩৩৩' নম্বরে

ঝালকাঠি প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ২১:০১ | পড়া যাবে ১ মিনিটেসব সেবা এখন '৩৩৩' নম্বরে

সরকারের সেবা প্রদান জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু হলো ‘৩৩৩’ নম্বরের কল সেন্টার। বিষয়টি জনসাধারণকে জানিয়ে দেওয়ার জন্য প্রচারণা শুরু করেছে ঝালকাঠি জেলা প্রশাসন।

আজ রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত মিডিয়া কর্মীদের সামনে ৩৩৩ নম্বরের সেবার বিষয়টি উপস্থাপন করেন জেলা প্রশাসক জোহর আলী।

তিনি বলেন, যেকোনো নাগরিক ‘৩৩৩’ নম্বরে কল করে সামাজিক সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে জানাতে পারবেন এবং সরকারি সকল সেবা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। এই কল সেন্টারটি বন্ধের দিনসহ ২৪ ঘণ্টা খোলা থাকে। ৩৩৩ নম্বরে ফোন করে পাওয়া যাবে সব সেবা।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মানিক রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার, সহকারী কমিশনার মাছুমা আক্তার, সহকারী কমিশনার আবুজর ইজাজুল হক, জেলা তথ্য কর্মকর্তা রিয়াদুল ইসলাম।

মন্তব্যসাতদিনের সেরা