kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

হবিগঞ্জ প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:১৬ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত

শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের রতনপুর এলাকায় একটি সিএনজি অটোরিক্সা খাদে পড়ে ইমন (১০) নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন শিশুর মা-বাবাসহ ৪ জন। একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রবিবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিক্সা রবিবার বিকেলে  রতনপুর এলাকায় দূর্ঘটনায় পড়ে। একটি দাড়ানো গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই শিশু ইমন প্রাণ হারায়। সিএনজির অন্য চার যাত্রীকে স্থানীয় জনতা উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নেন।  আহতদের মধ্যে ইমনের মা জাহেদা বেগম ও বাবা সুফি মিয়া রয়েছেন বলে জানা গেছে। নিহত শিশু ইমনের গ্রামের বাড়ি শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুরে।

হবিগঞ্জ সদর থানার এসআই জুয়েল সরকার জানান, দাড়ানো গাড়িকে ওভারটেক করতে গিয়ে একটি সিএনজি অটোরিক্সা খাদে পড়ে যায়। সেখানে এক শিশু নিহত ও ৪ যাত্রী আহত হয়েছেন। শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকৎসাধীন।

মন্তব্যসাতদিনের সেরা