kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

মাদারীপুরে ডিসির মোবাইল নম্বর ফের ক্লোন !

মাদারীপুর প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:৫২ | পড়া যাবে ১ মিনিটেমাদারীপুরে ডিসির মোবাইল নম্বর ফের ক্লোন !

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে ফের টাকা দাবির ঘটনা ঘটেছে। রবিবার সকালে শিবচর উপজেলা চেয়ারম্যানের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। এর আগে একই নম্বর থেকে দুবার চাঁদা দাবির ঘটনা ঘটেছিল।

সূত্র জানায়,শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ফোন দিয়ে রবিবার সকালে ২ লাখ টাকা চাওয়া হয়। মোবাইল নম্বরটি ছিল মাদারীপুর জেলা প্রশাসকের। পরে চেয়ারম্যান সরাসরি ডিসির সাথে কথা বললে প্রতারণার ঘটনা ধরা পড়ে।

শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান বলেন, 'সকালে আমার মোবাইল নম্বরে কল আসে জেলা প্রশাসকের অফিসিয়াল নম্বর থেকে। টিআর পাওয়ার কথা বলে ২ লাখ টাকা দাবি করা হয়। ফোনে ডিসি পরিচয়ে যিনি কথা বলেন তার সাথে আমাদের জেলা প্রশাসকের কণ্ঠের মিল না পেয়ে সন্দেহ হয়। তখন ডিসি  স্যারের সাথে যোগাযোগ করলে বিষয়টি ধরা পড়ে।'

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, 'আগে অফিসিয়াল নম্বরটি ক্লোন করে দুইবার চাঁদা দাবির ঘটনা ঘটেছিল। তখন দুইজনকে আটক করা হয়। ফের একই ঘটনা ঘটেছে।'

মন্তব্যসাতদিনের সেরা