kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

বেনাপোলে হুন্ডির টাকাসহ যুবক আটক

বেনাপোল প্রতিনিধি   

৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০৯ | পড়া যাবে ১ মিনিটেবেনাপোলে হুন্ডির টাকাসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ৩ লাখ টাকাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। তার নাম মেহেদী হাসান (২০)। বাড়ি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামে।
 
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, পুটখালি মসজিদবাড়ি বিজিবি পোস্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে তিন লাখ বাংলাদেশি টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে মেহেদী স্বীকার করেছেন হুন্ডি কারবারের কথা।

মেহেদীকে আটকের পর মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। হুন্ডি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে। সীমান্ত এলাকায় হুন্ডি কারবারের মাধ্যমে বাংলাদেশি মুদ্রা বিপুল পরিমান পাচার হয়ে যাচ্ছে বলে স্থানীয়রা জানান। এক্ষেত্রে সার্বক্ষনিক কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত রাখার দাবি জানান এলাকাবাসী।

মন্তব্যসাতদিনের সেরা