kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি রক্ষা করে সড়ক নির্মাণের দাবি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০৯ | পড়া যাবে ২ মিনিটেওস্তাদ আলাউদ্দিন খাঁর বাড়ি রক্ষা করে সড়ক নির্মাণের দাবি

বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর গ্রামের বাড়িটি রক্ষা করে সড়ক নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওস্তাদজীর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে তাঁর ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের উদ্যোগে আজ শনিবার আলাউদ্দিন খাঁ কলেজ প্রাঙ্গণে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রানা শামীম রতনের সভাপতিত্বে ওই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি এম ফারুক। এতে প্রধান আলোচক ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুষ্পুত্র একুশে পদকপ্রাপ্ত সুরকার শেখ সাদী খান। বিশেষ অতিথি ছিলেন সুরসম্রাটের দৌহিত্র একুশে পদকপ্রাপ্ত সরোদ শিল্পী ওস্তাদ শাহাদাৎ হোসেন খান, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, ইউএনও মোহাম্মদ মাসুম ও ওসি রনোজিত রায়।

এতে বক্তব্য রাখেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, জাহাঙ্গীর আলম ইমরুল, রুমন আহমেদ প্রমুখ। বক্তারা যেকোনো মূল্যে শিবপুরে থাকা ওস্তাদজীর গ্রামের বাড়িটি রক্ষা করে প্রস্তাবিত তিন শ ফুটের সড়কটি নির্মাণের জোর দাবি জানান।

জবাবে নবীনগরের ইউএনও মাসুম বাড়িটি রক্ষা করে সড়ক নির্মাণের আশ্বাস দিয়ে আগামী দু’ মাসের মধ্যে বাড়িটির সামনে ওস্তাদ আলাউদ্দিন খাঁর আবক্ষ মূর্তি স্থাপনসহ সেখানে আলাউদ্দিন খাঁর নামে একটি তোরণ নির্মাণেরও ঘোষণা দেন।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার ‘জন্মভূমিতেই অবহেলিত ওস্তাদ আলাউদ্দিন খাঁ’ শিরোনামে একটি সচিত্র সংবাদ কালের কণ্ঠে প্রকাশিত হয়।

মন্তব্যসাতদিনের সেরা