kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

হবিগঞ্জে ফের বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

হবিগঞ্জ প্রতিনিধি   

৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:১৯ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জে ফের বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

হবিগঞ্জে আবারো বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত করা হয়েছে। এর মাঝে চারজন ভর্তি হয়েছেন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে এবং একজন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বর্তমানে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছেন ১৪ জন। এ নিয়ে এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৪৬ জন রোগী। এর মাঝে সবছেয়ে বেশী এসেছেন মাধবপুরের স্টার সিরামিক কোম্পানি এবং লাখাই উপজেলা থেকে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র দেব জানান, প্রায়দিনই এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন। তবে শনিবার একদিনে পাওয়া গেছে ৫ জন রোগী।

মন্তব্যসাতদিনের সেরা