kalerkantho

সোমবার । ১৮ নভেম্বর ২০১৯। ৩ অগ্রহায়ণ ১৪২৬। ২০ রবিউল আউয়াল ১৪৪১     

বিরামপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০৭ | পড়া যাবে ১ মিনিটেবিরামপুরে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাওসার রহমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটায় উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের দাউদপুর (বালুবাড়ি) গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কাওসার রহমান ওই গ্রামের দেলোয়ার রহমানের ছেলে। স্থানীয় কাটলা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান নাজির হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িয়ে তাতাল গরম করে বিদ্যুতের তার সংযোগ দেওয়ার সময় হঠাৎ কাওসার বিদ্যুতায়িত হয়। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কাওসার মারা যায়।

মন্তব্যসাতদিনের সেরা