kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কারারক্ষী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৫৮ | পড়া যাবে ১ মিনিটেঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কারারক্ষী নিহত

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সুরুজ খান (৪০) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন। মোটরসাইকেল চালানোর সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার ঝালকাঠি পৌর শহরের সুতালড়ি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ খান ঝালকাঠি কারাগারের কারারক্ষী ছিলেন। তার বাড়ি বরিশাল সদর উপজেলার কাউয়ার চর গ্রামে।

ঝালকাঠি থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝালকাঠি কারাগারের কারাধ্যক্ষ মো. শফিউল আলম জানান, ছুটি শেষে সুরুজ খান বাড়ি থেকে কর্মস্থলে যোগদানের জন্য নিজের মোটরসাইকেলে করে ঝালকাঠি আসছিলেন। পথে দুর্ঘটনায় তিনি নিহত হন।

মন্তব্যসাতদিনের সেরা