kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

ভোলায় জলদস্যু‌দের হামলায় আহত সাত জে‌লে, নগদ টাকা ও মাছ লুট

ভোলা প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ২২:০১ | পড়া যাবে ২ মিনিটেভোলায় জলদস্যু‌দের হামলায় আহত সাত জে‌লে, নগদ টাকা ও মাছ লুট

ভোলার মেঘনায় জে‌লেদের ওপর হামলা চা‌লি‌য়ে তাদের মাছ বি‌ক্রির নগদ ৫ লাখ ৮৬ হাজার টাকা, ৩০ হাজার টাকার মাছ ও ৮টি মোবাইল ফোন নি‌য়ে‌ছে জলদস্যুরা। এ ঘটনায় সাত জে‌লে আহত হ‌য়ে‌ছেন। আহত জে‌লেরা আজ বৃহস্প‌তিবার সন্ধ্যায় ভোলা সদর হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে চিকিৎসা নি‌চ্ছেন।

আহতরা হ‌লেন ভোলা সদর উপ‌জেলার ধ‌নিয়া ইউ‌নিয়‌নের বলরাম সূরা গ্রা‌মের আল আমিন (৩০), হাসান (৩৫), রিয়াজ (২০), হা‌বিবুল্লাহ (২০), খোকন (৪০), শা‌কিল (২৫) ও খ‌লিল মা‌ঝি (৩৫)।

আহত জে‌লেরা জানান, ২৬ আগস্ট তারা মাছ শিকার কর‌তে ট্রলার নি‌য়ে চট্টগ্রাম যান। সেখা‌নে সাগ‌রে দীর্ঘ ৯ দিন মাছ শিকার ক‌রেন। মাছ বি‌ক্রি ক‌রে নগত ৫ লাখ ৮৬ হাজার টাকা নি‌য়ে বুধবার তারা ভোলায় ফির‌ছি‌লেন। এ ছাড়া ফেরার প‌থে ভোলার কিনার ঘেষা নদী‌তে প্রায় ৩০ হাজার টাকার মাছ শিকার ক‌রেন তারা।

নগদ টাকা ও মাছ নি‌য়ে বুধবার ভো‌র রা‌তে দৌলতখান উপ‌জেলার ভবানীপুর এলাকার মেঘনা নদীতে আস‌লে তা‌দের ট্রলার চ‌রে আট‌কে যায়। এ সময় তারা জোয়ারের অপেক্ষায় ঘু‌মি‌য়ে পড়েন। প‌রে ভো‌রের দি‌কে ২/৩টি ট্রলার নি‌য়ে ৩০/৩৫ জন জলদস্যু তা‌দের ঘি‌রে ফে‌লে হামলা চালায়। এ সময় নগদ টাকা, মাছ এবং মোবাইল ফোন ছি‌নি‌য়ে নেয়।

তারা আরো জানান, জলদস্যু‌দের ম‌ধ্যে দু'জন‌কে তারা চিন‌তে পে‌রে‌ছে। তারা বোরহানউ‌দ্দিন উপ‌জেলার মির্জাকালু এলাকার জলদস্যু ক‌বির ও জাহাঙ্গীর।

দৌলতখান থানার ওসি মো. এনা‌য়েত হো‌সেন জানান, এ ব্যাপারে কোনো জে‌লে অভিযোগ ক‌রে‌নি। অভিযোগ পে‌লে ব্যবস্থা নেব।

মন্তব্যসাতদিনের সেরা