kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

হবিগঞ্জ সদর হাসপাতালের কোয়ার্টারে চুরি

হবিগঞ্জ প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:১৪ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জ সদর হাসপাতালের কোয়ার্টারে চুরি

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কোয়ার্টার থেকে দেড় লাখ টাকা চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের গাইনি বিষেশজ্ঞ ডা. আরশেদ আলীর বাসায় এ চুরির ঘটনা ঘটে।

ডা. আরশেদ আলী জানান, বুধবার (৪ সেপ্টেম্বর) ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে নিয়ে বাসায় রাখেন। বৃহস্পতিবার সকালে তিনি হাসপাতালে ডিউটিতে আসেন। ডিউটি শেষে বাসায় গিয়ে বাসার দরজা ভাঙা দেখতে পান। ঘরে প্রবেশ করে তিনি দেড় লাখ টাকা চুরি হতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে। তবে টাকা ছাড়া অন্য কোনো জিনিসপত্র নেয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) সাহেদ জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা