kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

নওগাঁয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:০৭ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

নওগাঁর ঐতিহ্যবাহী গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার হাঁসাইগাড়ী নামক স্থানে গুটার বিলে বুধবার বিকেলে স্থানীয় 'হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা' এর আয়োজন করে। ৩০ থেকে ৩৫ মিটার দৈর্ঘ্যের নৌকা নিয়ে প্রতিযোগিতায় মোট ৬টি দল অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন।

সংস্থার সভাপতি জয়নাল আবেদিন জয়নালের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলার চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটুসহ নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি বিজয়ী তিন দলকে এলইডি টেলিভিশন তুলে দেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের প্রায় চার কিলোমিটার এলাকা রাস্তাজুড়ে হাজারো নারী-পুরুষ পরিবার-পরিজন নিয়ে নেচে-গেয়ে এই নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

 

মন্তব্যসাতদিনের সেরা