kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:১৬ | পড়া যাবে ২ মিনিটেবিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

নিহত ব্যবসায়ী শরীফুর রহমান

সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত তরুণ ব্যবসায়ী শরীফুর রহমান উরফে কালা মিয়া (২৪) মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ১২টায় তিনি সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শরীফুর রহমান (কালা মিয়া) বিশ্বনাথ উপজেলা সদরস্থ আল-হেরা শপিং সিটির রিপা জুয়েলার্সের উত্তরাধিকারী ও উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাওঁ গ্রামের মৃত রফিজ আলীর ছেলে।

সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই মনির মিয়া বলেন, অনেক চেষ্টা করে ছোট ভাই শরীফুরকে বাঁচানো গেল না। সবাইকে কাঁদিয়ে না ফেরা দেশে চলে গেছে সে। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তিনি জানান।

শরীফুর রহমান গত মঙ্গলবার রাত ৯টায় মোটরসাইকেলে যোগে রশিদপুর থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসার পথে বিশ্বনাথ-রশিদপুর সড়কে কারিকোনা এলাকায় (পল্লী বিদ্যুতের সাবেক অফিসের সামনে) বালুর টেকির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়েন। এ সময় গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা