kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

রূপগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:১১ | পড়া যাবে ১ মিনিটেরূপগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশাচালক আলম মিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের কাছে তারা হত্যার কথা স্বীকার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ১ নম্বর ওয়ার্ড এলাকার মোজাম্মেল হক ভুইয়া ওরফে ডাবলুর ছেলে রাহুল, সোনারগাঁ উপজেলার রতনপুর এলাকার বড়জানের ছেলে সাগর ও হাবিবপুর এলাকার শাহজাহানের ছেলে রেজাউল করিম।

রূপগঞ্জ থানার এসআই নাজিম উদ্দিন জানান, গত ২১ আগস্ট ছিনতাইয়ের উদ্দেশ্যে আলম মিয়ার সিএনজি অটোরিকশা ভাড়া করে গ্রেপ্তার ব্যক্তিরা। তারা আলম মিয়াকে নিয়ে মুড়াপাড়ায় যাচ্ছিল। মীর সিমেন্ট কারখানার সামনে পৌঁছলে রাহুল, সাগর ও রেজাউল করিম মিলে আলম মিয়াকে শ্বাস রোধ করে রাস্তার পাশে ফেলে দেয়।

এরপর দুষ্কৃতকারীরা সিএনজি ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে আলমের মৃত্যু হয়। পরে ৪০ হাজার টাকায় ওই সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোন কেনে রাজা। সপ্তাহখানেক আগে রাজা মিয়া গ্রেপ্তার হলে আলম হত্যার বিষয়টি পরিষ্কার হয়।

মন্তব্যসাতদিনের সেরা