kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

কা‌লিয়া‌কৈরে ট্রে‌নে কাটা প‌ড়ে একজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪৪ | পড়া যাবে ১ মিনিটেকা‌লিয়া‌কৈরে ট্রে‌নে কাটা প‌ড়ে একজনের মৃত্যু

ফাইল ফটো

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈর উপ‌জেলার বরাব এলাকায় ‌ট্রে‌নে কাটা প‌ড়ে সু‌রেশ চন্দ্র বর্মণ (৫৫) নামে এক ব্য‌ক্তির মৃত্যু হ‌য়ে‌ছে।‌

আজ বুধবার বেলা ১১টার দি‌কে ওই ব্যক্তির মর‌দেহ‌ উদ্ধার ক‌রা হয়। মৃত সু‌রেশ চন্দ্র বর্মণ চাঁপাইনবাবগ‌ঞ্জের নাকলা থানার বিয়ারা কন্দপুর এলাকার বাসিন্দা।

জয়‌দেবপুর রেলও‌য়ে পু‌লিশ ক্যা‌ম্পের সহকারী উপ-প‌রিদর্শক (এএসআই) ম‌হিউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রা‌তের যেকোনো সময় ‌ট্রে‌নের নি‌চে কাটা প‌ড়ে সু‌রেশ চন্দ্র বর্ম‌ণের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের আমবাগ এলাকায় প‌রিবার নি‌য়ে বাসা ভাড়া থাক‌তেন সু‌রেশ। তি‌নি গা‌র্মে‌ন্টে‌সে চাকরি কর‌তেন।

মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (ঢামেক) হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা