kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আমাজন ও সুন্দরবন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেআমাজন ও সুন্দরবন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন

‘আমাজন-সুন্দরবন এবং আমাদের দায়বদ্ধতা’ স্লোগান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন ও প্রতীকী শোকযাত্রা করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে চবি ক্যাম্পাসে গাছ কাটা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে পরিবেশবীক্ষণ আয়োজিত মানববন্ধনে  প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী গৌরচাঁদ ঠাকুর অপু, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহবুবা জাহান রুমি, পালি বিভাগের শিক্ষার্থী ইউ কে চিং মারমা প্রমুখ বক্তব্য দেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাজন বন ধ্বংস হলে পৃথিবী হুমকির মুখে পড়বে। আবার রামপাল বিদ্যুত্ কেন্দ্রের নামে সুন্দরবন ধ্বংসের পাঁয়তারা চলছে। বন ধ্বংসের নানামুখী পাঁয়তারার কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। একই সঙ্গে সৌন্দর্যবর্ধনের কথা বলে রাতের আঁধারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গাছ উজাড় করছে প্রশাসনসহ নানা মহল।’

মন্তব্যসাতদিনের সেরা