kalerkantho

মঙ্গলবার । ১২ নভেম্বর ২০১৯। ২৭ কার্তিক ১৪২৬। ১৪ রবিউল আউয়াল ১৪৪১     

হিলিতে হুন্ডির টাকাসহ আটক ২

হিলি প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ২৩:৩৯ | পড়া যাবে ১ মিনিটেহিলিতে হুন্ডির টাকাসহ আটক ২

প্রতীকী

দিনাজপুরের হিলি সীমান্তের ঘাসুরিয়ায় ১ লাখ ৪৪ হাজার টাকাসহ দুই কিশোরকে আটক করেছে বিজিবি মংলা ক্যাম্পের সদস্যরা।

বিজিবি মংলা ক্যাম্পের নায়েব সুবেদার আলী আজম জানান, ভারত থেকে হুন্ডির টাকা আসবে এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবি টহলদল মঙ্গলবার রাত ৮টায় সীমান্তের ২৮৭/২৫ পিলারের কাছ থেকে হুন্ডির ১ লাখ ৪৪ হাজার টাকাসহ হৃদয় রহমান (১৪) ও রতন আলী (১৫) কে আটক করেন।

আটককৃতরা হলেন- হাকিমপুর উপজেলার নন্দিপুর গ্রামের মহব্বত আলীর ছেলে হৃদয় রহমান ও একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে রতন আলী।

বিজিবি আরো জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় সোপর্দ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা